Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

পাট গবেষণা উপকেন্দ্র, মনিরামপুর, যশোর

পাট গবেষণা উপকেন্দ্রটি যশোর জেলার মনিমানপুর উপজেলায় অবস্থিত। ইহা 1967 ইং সালে স্থাপিত হয়। গবেষণার মাধ্যমে পাটের নতুন নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি অত্র অঞ্চলের পাট চাষীদের পাটের আঁশ ও বীজ উৎপাদনে নানাবিধ সমস্যা চিহিৃতকরনসহ সমাধানের জন্য বিজেআরআই ঢাকা অফিসের নির্দেশনা মোতাবেক নতুন নতুন কলাকৌশল উদ্ভাবন করে থাকে। দেশের ক্রমবর্ধমান পাট বীজের চাহিদা পূরনের লক্ষ্যে গবেষণা কার্যক্রমের পাশাপাশি এত্র প্রতিষ্ঠানটি গবেষণা পটে এবং চাষীর জমিতে নাবী পাট বীজ উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছে যা খুবই আশাব্যঞ্জক। ইহাছাড়া পাটের ব্রীডার সীড উৎপাদন করে প্রতিবছর বিএডিসিকে সরবরাহ করা হচ্ছে। পাট ও কেনাফ বীজ উৎপাদন করে প্রতিবছর পাট চাষী, মাঠকর্মী ও কর্মকর্তা পর্যায়ে পাটের আঁশ ও বীজ উৎপাদনে বিজেআরআই উদ্ভাবিত নতুন নতুন কলাকৌশল হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


ক) অবস্থান ও আয়তন

পাট গবেষণা উপকেন্দ্রটি যশোর জেলা থেকে 20 কিঃ মিঃ দুরে যশোর সাতক্ষীরা সড়ক সংলগ্ন মনিরামপুর উপজেলার সন্নিকটে অবস্থিত।

1) প্রতিষ্ঠা কালঃ 1967 খৃঃ।

2) মোট জমির পরিমানঃ 24.54 একর।

3) আবাদ যোগ্য জমির পরিমানঃ 20.07 একর।

4) অফিস ও আবাসিক এলাকাঃ 4.47 একর।


খ) উপকেন্দ্রের উদ্দেশ্য সমূহ

1. উন্নতজাতের পাট উদ্ভাবন করা।

2. প্রজনন পাটবীজ উৎপাদন করে বিএডিসি এর নিকট সরবরাহ করা।

3. নাবী পাট বীজ উৎপাদন করে দেশের পাটবীজের চাহিদা পূরন করা।

4. চাষী পর্যায়ে পাট ও কেনাফ বীজ উৎপাদনের মাধ্যমে পাট চাষীদের পাট বীজ স্বয়ংসম্পূর্ন করা।

5. স্থানীয়ভাবে পাট চাষের সমস্যা চিহিৃত করে তার সমাধানের ব্যবস্থা নেওয়া।

6. খুলনা বিভাগের 10টি জেলার বিভিন্ন কর্মসূচীতে বিজেআরআই এর প্রতিনিধিত্ব করা।

7. পাট ভিত্তিক শস্যক্রমের মাধ্যমে জমির উর্বরতা রক্ষা ও উর্বরতা বৃদ্ধিতে কৃষকদের পরামর্শ প্রদান।

8. স্থানীয় পাটচাষীদের পাট ও পাটবীজ উৎপাদনের উপর প্রশিক্ষণ দেওয়া।

9. বিবিধ।